করিমগঞ্জ (অসম), ১৪ জুন (হি.স.) : করিমগঞ্জ শহরের যত্রতত্র গড়ে তোলা অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি নিয়ে অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার এগজিকিউটিভ অফিসার বিক্রম চাষার সঙ্গে সাক্ষাৎ করেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এই দাবির ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (এডিসি)-এর হাতে একটি স্মারকপত্রও তুলে দেন ছাত্র সংগঠনের কর্মকর্তারা।
স্মারকপত্রে লেখা হয়েছে, করিমগঞ্জ পুর এলাকাধীন বিভিন্ন স্থানে সড়কের পাশে এবং নালার উপর অবৈধ নির্মাণ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। এতে একদিকে যেমন সাধারণ নাগরিক এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলফেরায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয়, তেমনি শহরের বৃষ্টির জমা জলের স্বাভাবিক নিষ্কাশনে প্রতিরোধের সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে পড়ে। আর এই কৃত্রিম বন্যার কবলে পড়ে পুর নাগরিকদের নাজেহাল হতে হয়। তাই শহরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এনএসইউআই নেতার।
এছাড়া শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুরসভার পক্ষ থেকে জমির ব্যবস্থা করে দিতেও অতিরিক্ত জেলাশাসক তথা পুরসভার এগজিকিউটিভ অফিসার বিক্রম চাষার কাছে দাবি জানিয়েছেন তাঁরা। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে অতিরিক্ত জেলাশাসক আশ্বাস দিয়েছেন বলে জানান জেলা কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান শুভজিৎ চক্রবর্তী। স্মারকপত্র প্রদানকালে ছিলেন শান্তনু রায়, রাহুল ভৌমিক, দেবরাজ বণিক, অনিকেত পাল প্রমুখ।