কাঠমান্ডু, ১৩ জুন (হি. স.) : গুপ্তচর সন্দেহে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দুই চিনা নাগরিক । সোমবার জানান হয়েছে বিহারের সীতামঢ়ী সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার অভিযোগে ইয়ুং হাই লুং (৩৪) এবং লো লুং (২৮) নামে ওই দুই চিনা নাগরিককে ভিতামোড় সীমান্ত চৌকিতে মোতায়েন সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ৫১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা আটক করেন।
এসএসবির ৫১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাজনকুমার শ্রীবাস্তব সোমবার বলেন, ‘‘দুই চিনা নাগরিককে প্রথমে সুসান্দ থানার ভিতামোড়ে আটক করা হয়েছিল। তাঁরা ভারতে ঢোকার কোনও বৈধ কাগজপত্র দেখা না পারায় গ্রেফতার করা হয়। সুসান্দ থানায় বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’’
শ্রীবাস্তব জানান, এসএসবি কর্মীরা ধৃত দুই অনুপ্রবেশকারীর থেকে দু’টি চিনা পাসপোর্ট, মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক, এটিএম কার্ড, আমেরিকার ডলার ও ভারতীয় টাকা পেয়েছেন। সিগারেট, ওষুধ এবং বিমানযাত্রার বোর্ডিং পাসও মিলেছে। কোন উদ্দেশ্যে তাঁরা অবৈধ ভাবে ভারতে ঢুকেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।