BRAKING NEWS

আঠার দফা দাবীতে বিরোধী দলনেতার নেতৃত্বে দক্ষিণ জেলা শাসককে ডেপুটেশন

বিলোনিয়া, ১৩ জুন৷৷ দক্ষিণ জেলা দুদিনের সফর শেষে সোমবার দুপুরে বিরোধী দল নেতা মানিক সরকারের নেতৃত্বে  বিধায়কের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে  দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট সাক্ষাৎ করেন ৷ জনগনের স্বার্থ সম্পর্কিত  মোট ১৮ টি দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের জন্য আলোচনা করেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এর সাথে৷ স্মারকলিপি প্রদানের পর দপুর ২.৩০ মিনিট নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়৷ বিরোধী দলনতা মানিক সরকারের পৌরহিত্যে এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক সুধন দাস, প্রভাত চৌধুরী, যশবীর ত্রিপুরা, শ্যামল চক্রবর্তী, ভানুলাল সাহা, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা মানিক সরকার বলেন লড়াই একমাত্র বিকল্প পথ, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দাবিগুলো ছিনিয়ে আনতে হবে৷ লড়াই সংগ্রাম একমাত্র বাঁচার পথ তার জন্য একত্রিত হয়ে লড়াইতে সামিল হওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা৷ এছাড়া তিনি আরো বলেন দক্ষিণ জেলা, বিভিন্ন মহকুমা, ব্লকে বসবাসকারি জনগনের সমস্যাগুলো জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি৷ দক্ষিণ জেলায় ৯৮ টি গ্রামপঞ্চায়েত,৭০ টি ভিলেজ কাউন্সিল, ৮ টি ব্লক৷ সারা রাজ্যে মানুষের কাজ, নেই, খাদ্য নেই, অনাহার অধ্যাহার এর থেকে মানুষকে বাঁচাতে গেলে রেগা,  টুয়েপ কাজের দরকার৷ বামফ্রন্ট সরকারের  সময়ে ৮০/৮৫ দিন রেগাতে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পাঁচ  নম্বরে থাকত৷ বর্তমান রেগাতে দুর্নীতি চলছে, যারা প্রকৃত কাজ করছে তারা  রেগার মজুরি পাচ্ছে না৷ আর যারা কাজ না করে ঘরে বসে রয়েছে তাদের ঘরে রেগার টাকা চলে যাচ্ছে৷ এছাড়া রেগার কাজে মেশিন ব্যাবহার চলছে বলেও জানান তিনি৷ সামাজিক ভাতার কথাগুলো বলতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ৫০০০০ সামাজিক ভাতা কেটে দিয়েছে এই সরকার৷ এর ফলে প্রকৃত সামাজিক ভাতা প্রাপকরা  বঞ্চিত  হয়েছে৷ শিক্ষা সম্পর্কিত আলোচনা রাখতে গিয়ে তিনি বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সমালোচনা করেন৷ এ প্রকল্প গরিবের ছেলে মেয়েদের জন্য নয়, যাদের অর্থ আছে তাদের ছেলেমেয়েরাই প্রকল্পের মধ্য দিয়ে লেখাপড়া 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *