আগরতলা, ১৩ জুন : আগরতলা শহরের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে ঝড় তুলছে শাসক দল বিজেপি। প্রায় প্রতিদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে জায়গায় জায়গায় চলছে পথসভা, বুথ ভিত্তিক সভা ও বাড়ি বাড়ি প্রচার।
সোমবার আট টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী ডক্টর মানিক সাহা ৪৬ এবং ৪৭ নং বুথের বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছেন। ভোট প্রচারে এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী মানিক সাহা জানান, বাড়ি বাড়ি ভোট প্রচার বেরিয়ে ভালো লাগছে। কারন মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। সকলে তাঁকে ভোট দেবেন বলে আশ্বাস দিচ্ছেন।
তিনি জানিয়েছেন, গণদেবতাদের মূল্যবান ভোট অন্য কাউকে দিয়ে লাভ হবে না, তাই ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। কারণ, একমাত্র বিজেপি সরকারই সাধারন মানুষের কথা ভাবেন। মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন আছে গণদেবতাদের বলে জানিয়েছেন ডক্টর মানিক সাহা।