নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : জামে মসজিদের বাইরে বিক্ষোভ করায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। কোনও অনুমতি ছাড়াই জুমার নমাজের পর জামা মসজিদের বাইরে বিক্ষোভ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ নাদিম (৪৩) এবং ফাহিম (৩৭)।
শুক্রবার জামা মসজিদ থানায় ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তারা কোনও অনুমতি ছাড়াই জুমার নমাজের পরে জামা মসজিদ এলাকায় একটি বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে জড়িত অন্য ব্যক্তিদের চিহ্নিত করার জন্য তদন্ত চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, জুমার নামাজের ঠিক পরেই প্রায় তিনশো লোক প্ল্যাকার্ডধারী জামা মসজিদের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে।