BRAKING NEWS

Assam : তেজপুরে রাজ্যের জেলাশাসকদের দুদিবসীয় সম্মেলন, সরকারি প্রকল্পের খতিয়ান নিচ্ছেন মুখ্যমন্ত্রী

তেজপুর (অসম), ১২ জুন (হি.স.) : আজ রবিবার থেকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন বিভাগের মন্ত্রী ও মুখ্যসচিব প্রমুখ শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয়েছে জেলাশাসকদের দুদিবসীয় সম্মেলন৷ শোণিতপুর জেলা সদর তেজপুরে নবনির্মিত কনভেশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে জেলাশাসকরা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরবেন৷

মধ্যাহ্ন বিরতির পর সম্মেলন কক্ষ থেকে বাইরে এলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, একেকজন জেলাশাসক প্রায় এক ঘণ্টা ব্যাপী সংশ্লিষ্ট জেলায় সরকারি প্রকল্পাদির বিষয়ে তথ্য দেবেন৷ ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি সহ তিনজন তাঁদের রিপোর্ট কার্ড উপস্থাপন করেছেন৷ আজকের সম্মেলন রাত একটা পর্যন্ত চলবে, জানান মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, জেলাশাসকদের সম্মেলন চলবে আগামীকাল সোমবার পর্যন্ত৷ দুদিনের সম্মেলনে রাজ্যের ৩৫ জন জেলাশাসক তাঁদের কাজকর্মের খতিয়ান উপস্থাপন করবেন৷

মুখ্যমন্ত্রীর কথায় বোঝা গেছে, দুদিবসীয় সম্মেলনে নতুন নতুন পদক্ষেপ সরকার নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *