আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনকে ঘিরে স্ট্রং রুম পরিদর্শন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্ত্বে। তিনি জানান, চারটি আসনে উপনির্বাচনে তিনটি স্থানে গণনা কেন্দ্র স্থাপন করা হবে।
এদিন তিনি বলেন, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উমাকান্ত স্কুলে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। এখান থেকেই ভোট কর্মীরা ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে রওনা দেবেন। তাঁর কথায়, ত্রিপুরায় তিনটি স্থানে গণনা কেন্দ্র স্থাপন করা হবে। ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রের ভোটের গণনা উমাকান্ত স্কুলে হবে। এছাড়া কমলপুর ও ধর্মনগরে গণনা কেন্দ্রে সুরমা ও যুবরাজনগর বিধানসভা আসনে ভোটের গণনা হবে।
তিনি জানান, ত্রিস্তরিও নিরাপত্তা ব্যবস্থা থাকবে উপনির্বাচনে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, টিএসআর ও ত্রিপুরা পুলিশ ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে। খুব শীঘ্রই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী উপনির্বাচনে নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবেন।