Hanging : কল্যাণপুরে ফাঁসিতেআত্মহত্যা এসপিও জওয়ানের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১০জুন৷৷ কল্যাণপুরে এসপিও জওয়ানের আত্মহত্যা৷ একের পর এক আত্মহত্যার ঘটনা৷ কয়েকদিন পর পর কল্যাণপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা চলছে৷ আবারো কল্যাণপুর থানা এলাকায় দাউছড়া গ্রামে শৈলেন্দ্র বর্মন৷ বয়স ৪০৷ পেশায় এস পি ও জওয়ান৷ আজ সকালে বাড়ির লোকেদের অজান্তে বাড়ির পাশে একটি গাছে প্রায় ৩০ ফুট উপরে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা যায়৷ আত্মহত্যার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ গাছের উপর থেকে মৃতদেহটিকে নিচে নামিয়ে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে ময়না তদন্তের জন্য৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে আসল রহস্য৷ আজ থেকে কিছুদিন আগেও কল্যাণপুর থানা এলাকায় এক উঠতি বয়সের যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ আজকের আত্মহত্যাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *