মুম্বই, ১০ জুন(হি.স) : বলিউড “ভাইজান” অভিনেতা সলমান খান এবং তার বাবা সেলিম খানকে হুমকিমূলক চিঠি লরেন্স বিষ্ণোই গ্যাং। ধৃত সৌরভ মহাকাল জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে। বুধবার সৌরভ মহাকালকে গ্রেফতার করেছে পুনে পুলিশ। বৃহস্পতিবার সৌরভ মহাকালকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, সৌরভ মহাকাল মুম্বই পুলিশকে জানিয়েছে, সলমান খানকে ভয় দেখানোর পিছনে ছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। বিষ্ণোইয়ের সহযোগী বিক্রম ব্রারের নির্দেশে এই হুমকি দেওয়া হয়েছিল। ব্রার বর্তমানে কানাডায় রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সৌরভ মহাকাল আরও জানিয়েছে, তিনজন সলমানকে হুমকি দিতে এসেছিল, যাদের সঙ্গে তিনি মুম্বইতে দেখা করেছিলেন। প্রায় ছয় ঘণ্টা ধরে মহাকালকে জেরা করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

