মুম্বই, ১০ জুন (হি. স.) : ধস অব্যাহত শেয়ার বাজারে। শুক্রবার সাতসকালে হুড়মুড়িয়ে পড়ল বাজার। এদিন বাজার খোলার প্রথম ঘণ্টাতেই ৭০০পয়েন্ট খোয়াল সেনসেক্স। পাশাপাশি পতন ঘটেছে নিফটি ৫০-রও। সপ্তাহের শেষ দিনে বাজার এমন ধসে পড়ায় মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের।শুক্রবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৫৪,৬৪৭ পয়েন্টে। তারপর থেকেই আরও পতন ঘটে সূচকটির। ক্রমশ তা নামতে নামতে ৫৪,৫০০-এর নীচে চলে যায়। ফলে প্রথম সেশনে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অন্যদিকে, এদিন নিফটি বাজার শুরু করে ১৬,২৮৩ পয়েন্টে। সাড়ে ৯ টাতেই নিফটি ১৬,২৬৫ পয়েন্টে নেমে যায়। যদিও বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাতেই রয়েছে বিনিয়োগকারীরা।