আগরতলা, ৯ জুন (হি. স.) : ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক ড. পার্থ সারথি মিশ্র আজ বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি আজ হেনরি ডিরজিও একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, জগৎপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আগরতলা পুরনিগমের ৬ নং ওয়ার্ড অফিস, ডায়েট কার্যালয়, নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং আলিম উদ্দিন নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁর সাথে সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শিশু বিহার স্কুলে গতকাল ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকর্মীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকর্মীদের নির্বাচনী বিধিনিষেধের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই মহড়ায় ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক ড. পার্থ সারথি মিশ্র ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক গৌতম মজুমদার উপস্থিত ছিলেন।
এরপর নির্বাচনী পর্যবেক্ষকগণ উমাকান্ত একাডেমি স্কুলের স্ট্রং রুম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অসীম সাহা উপস্থিত ছিলেন।এদিকে, গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক এবং এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য নিযুক্ত ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক জিতেন্দ্র কুমার, জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, দুই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারগণ যথাক্রমে শৈলেশ কুমার যাদব ও অসীম সাহা, সিভিল সেক্টর অফিসারগণ, পুলিশ সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করা হয়।