BRAKING NEWS

Himanta Biswa Sharma : যাবতীয় জল্পনার অবসান, অসমে হিমন্তবিশ্বের মন্ত্রিসভায় নয়া দুই মুখ, আগামীকাল শপথ নন্দিতা গারলোসা ও জয়ন্তমল্ল বরুয়ার

গুয়াহাটি, ৮ জুন (হি.স.) : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কোন দুই বিধায়ককে তাঁর মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। ধারণা অনুযায়ী হিমন্তবিশ্বের মন্ত্রিসভায় নয়া মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ডিমা হাসাও জেলা সদর হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসা এবং নলবাড়ির জয়ন্তমল্ল বরুয়া। জয়ন্তমল্ল বর্তমানে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। আগামীকাল বিকেল তিনটেয় শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰের মিলনায়তনে নয়া দুই মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি।

নয়া দুই মন্ত্ৰীকে অন্তৰ্ভুক্তির মাধ্যমে মন্ত্রিসভার সম্প্ৰসারণ ঘটাবেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ৯ জুন স্বল্প পরিসরে তিনি তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাবেন। কোনও মন্ত্রীকে ছাঁটাই করা হবে না, তবে কয়েকজনের দফতরে রদবদল ঘটানো হবে, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কারবি আংলং স্বশাসিত পরিষদীয় নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পাহাড় থেকে যে কোনও এক বিধায়ক আগামী ৯ জুন রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন। এর পরই হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসার নাম চর্চায় ওঠে আসে। নন্দিতা মন্ত্রী হওয়ায় এবার মনে করা হচ্ছে, ডিমা হাসাও জেলার খরা কেটে গেছে। কেননা গত ১৫ বছর পর পাহাড়ি জেলা ডিমা হাসাও থেকে কোনও বিধায়ক রাজ্য মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *