মুম্বাই, ৭ জুন (হি.স.): সাত সকালে গুলি চলল মহারাষ্ট্রের আদালত চত্বরে । মঙ্গলবার পুনে জেলার শিরুর চত্বরে স্বামীর ছোড়া গুলিতে নিহত হন এক মহিলা। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার পুনে জেলার শিরুর চত্বরে একজন প্রাক্তন সেনাকর্মী তার স্ত্রী এবং শাশুড়িকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাক্তন সেনা সদস্যের স্ত্রী মঞ্জুলা দীপক ধাওয়ালে (৩৬) মারা যান। গুলিতে আহত শাশুড়ি তুলসাবাই রঙ্গনাথ ঝাম্বরে (৫৬) কে শিরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আদালত চত্বরে মোতায়েন পুলিশ সদস্যরা প্রাক্তন সেনাকর্মী দীপক ধাওয়ালে এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, প্রাক্তন সেনা দীপক ধাওয়ালে এবং তাঁর স্ত্রীর মধ্যে শিরুর আদালতে ভরণপোষণের একটি মামলা চলছিল। এ কারণে মাকে নিয়ে শিরুর কোর্টে আসেন মঞ্জুলা। সকালে দীপক ধাওয়ালে তার সঙ্গী সন্দীপকে নিয়ে আদালত চত্বরে পৌঁছে স্ত্রী ও শাশুড়িকে গুলি করে। এতে আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দীপক ধাওয়ালের কাছ থেকে তার লাইসেন্স করা পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।