ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুন।। খেলো ইন্ডিয়া যুব গেমসে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হতাশ করল ত্রিপুরার খেলোয়াররা। যোগাসনে পদক জয়ের সম্ভাবনা আবারও ধাক্কা খেলো। প্রথম রাউন্ডে গেলেও দ্বিতীয় রাউন্ডে ছিটকে যেতে হল একজন যোগা খেলোয়ারকে। হরিয়ানার পঞ্চকুলা তাও দেবিলাল স্পোর্টস কমপ্লেক্স-এর মূল স্টেডিয়ামে দশ দিনব্যাপী আসরের সূচনা হয় শনিবার সন্ধ্যায়। যদিও শনিবার সকাল থেকেই ক্রিকেট মাঠের অস্থায়ী তাঁবুতে দুটি ট্র্যাডিশনাল গেমস যোগা ও থাং-তা শুরু হয়েছিল। ত্রিপুরা দলের জন্য কিছুটা আশা ছিল যোগাসনের বয়স ভিত্তিক প্রতিযোগিতায়। কিন্তু যোগা বালক বিভাগে প্রতীক মজুমদার ও সৌম্যদীপ নাথ আর্টিস্টিক পেয়ার যোগায় অনেকটা এগিয়ে এসেছিল। শেষ পর্যন্ত পঞ্চম স্থান অর্জন করায় মূল পর্ব থেকে ছিটকে যেতে হলো। থাং-তায় বালিকা বিভাগে শ্রাবণী দাস প্রথম রাউন্ডে জয়লাভ করে ত্রিপুরা শিবিরে একটু আশার আলো জাগিয়ে তুলেছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আর পেরে ওঠেনি। হেরে বিদায় নিতেই ত্রিপুরার স্বপ্ন চূর্ণ হয়। ভারোত্তোলন বালিকা বিভাগের রুমনা খাতুনকে নিয়ে কিছুটা আশা থাকলেও কার্যত লড়াইয়ে তেমন প্রতিভা দেখাতে পারেনি বলে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে। শনিবারে প্রথম দিনের খেলায় অনূর্ধ্ব ১৮ বছর যোগায় বালক-বালিকা উভয় বিভাগে চারজন – বিজয় পাল, তন্ময় দাস, পূজা সাহা, রিমা বেগম মূল পর্বে পৌঁঁছুতে পারেনি। সাধারনত প্রথম ৫ জন মূলপর্বে ওঠার সুযোগ পায়। এক্ষেত্রে ত্রিপুরার বিজয় ৭ নম্বর, তন্ময় ৯ নম্বরে, পুজা আট নম্বরে এবং রিমা নয় নম্বরে নিজেদের পারফরম্যান্স শেষ করে। থাং-তায় বালক বিভাগে সুমন সিনহা ও সাহিল দেবনাথ শনিবারে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। দুজনেই সহজে হেরে যায়। এদিকে ত্রিপুরার দ্বিতীয় গ্রুপের খেলোয়াড়রা ইতিমধ্যে হরিয়ানার পৌঁছে গেছে। আগামীকাল তারা রাজ্য দলের খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন ইভেন্টে বিশেষ করে জুডো, অ্যাথলেটিক্স, সাঁতার, টেনিস, কালারিপাট্টায় (মার্শাল আর্ট) অংশ নেবে। আশা করা হচ্ছে রাজ্য দলের খেলোয়াড়রা বেশ ক’টি ইভেন্টে, কয়েকজন-ই সাফল্য আনতে পারবে।