BRAKING NEWS

Corona : দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৭০

নয়াদিল্লি, ৫ জুন(হি.স) :দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গত কয়েকদিন ধরেই কোভিড গ্রাফে ওঠাপড়া চলছিল। বিশেষত, মুম্বই-মহারাষ্ট্রের পরিস্থিতিতে উদ্বেগ। গত কয়েকদিনে উদ্বেগ বাড়িয়ে এরাজ্যে বাড়ছে সংক্রমণ। সম্প্রতি দৈনিক সংক্রমণের নিরিখে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। এই পাঁচ রাজ্য হল তামিলনাডু, কেরালা, তেলেঙ্গানা, কর্নাটক এবং মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

রবিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান উদ্বেগ বাড়াল আরও কয়েকগুণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। একদিনে কোভিডের বলি দেশের ১৫ জন, যা শনিবারের তুলনায় সামান্য কম। একাধিকবার কোভিড পজিটিভ হওয়ার নমুনাও সামনে আসছে। সংক্রমণ বাড়তে থাকায় ৫ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।
একলাফে একদিনে ৭ শতাংশ সংক্রমণ বৃদ্ধি কোভিড গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবারের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ, যা উদ্বেগজনকই বটে। সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *