আগরতলা, ৩ জুন (হি. স.) : ত্রিপুরায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টার্ম টু পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে মহারানি তুলসিবাতি স্কুল এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে রাজ্যের পাঁচটি স্কুলে। বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বিজয় কুমার গার্লস স্কুল, বোধজং বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং মহাত্মা গান্ধী স্কুলে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে।
আজ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নে তিন হাজার শিক্ষক-শিক্ষিকাকে নিযুক্ত করে হয়েছে। ২০ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি। শুক্রবার উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রগুলি ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা। পরিদর্শনে বেরিয়ে সেন্টারগুলিতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে কিনা তিনি তা খতিয়ে দেখেছেন।