Baba Loknaths Tirodhan Diwas : রাজ্যে বাবা লোকনাথের ১৩২তম তিরোধান দিবস পালিত

আগরতলা, ৩ জুন : শুক্রবার ধর্মীয় রীতিনীতি মেনে রাজধানী আগরতলায় লোকনাথ মন্দিরে পালিত হয় বাবা লোকনাথের ১৩২ তম তিরোধান দিবস। এদিন ভোর রাত থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। সারা রাজ্যের বিভিন্ন মন্দিরেই দিনটি ধর্মীয় ভাবাবেগের সাথে পালিত হয়। এদিন আগরতলায় মন্দিরেও যথেষ্ট ভক্তির সঙ্গে দিনটি পালিত হয়। মন্দিরে ভক্ত সমাগম ও ছিল চোখে পড়ার মতো। এদিন ভোর প্রায় ৪ টা থেকে শুরু হয় পূজাচনা। এছাড়াও দুপুর থেকে শুরু হয় প্রসাদ বিতরণ। সন্ধ্যায় হয়েছে মঙ্গল আরতি।