নয়াদিল্লি, ১ জুন (হি.স.): বিগত কয়েক মাসে একাধিকবার বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম, অবশেষে জুন মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। সিলিন্ডার প্রতি ১৩৫ টাকা দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি।
১ জুন থেকে অনেকটাই সস্তা হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, একধাক্কায় কমেছে ১৩৫ টাকা। দিল্লিতে ১৩৫ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,২১৯ টাকা, কলকাতায় ২,৩২২ টাকা, মুম্বইয়ে ২১৭১.৫০ টাকা ও চেন্নাইয়ে ২,৩৭৩ টাকা। তবে, গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।