ক্রীড়া প্রতিনিধি
রাজ্য ফুটবল সংস্থার বিরুদ্ধে জেহাদ ঘোষনা। ফলে এবছর দল গড়ছে না মহাত্মা গান্ধী প্লে সেন্টার। গেলো বছর মহিলা ফুটবলে সেরা হওয়ার লক্ষ্য নিয়েই বড় বাজেটের দল গড়েছিলো মহাত্মা গান্ধী প্লে সেন্টার। শুরুটাও ভালো করেছিলো। কিন্তু মাঝপথে ছন্দ পতন। এরপরই কিল্লার এক মহিলা ফুটবলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কর্তারা। তাঁদের অভিযোগ ওই মহিলা ফুটবলার চুক্তি করেও অন্য দলে খেলছে। রাজ্য ফুটবল সংস্থা থেকে ওই ঘটনার সুষ্ঠ তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনও সদুত্তর পায়নি মহাত্মা গান্ধী প্লে সেন্টারের কর্তারা। ফলে এবছর মহিলা ফুটবল লিগে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনিয়ে দলের কোচ সুশান্ত সাহা বলেন, “গেলো বারের আমাদের অভিযোগের কোনও সদুত্তর দেননি রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। ফলে বেজায় ক্ষুব্ধ প্লে সেন্টারের কর্তারা। তার উপর গেলো বার প্রচুর টাকা খরচ করে দলে গড়া হয়েছিলো। এর ফলে আর্থিক সঙ্কটেও পড়ে যায় কর্তারা। ফলে এবার দল না গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। মহিলা লিগ এবং নকআউট ফুটবলে মহাত্মা গান্ধী প্লে সেন্টার না খেলায় সমস্যায় মহিলা ফুটবলাররা। গেলো বছর ওই প্লে সেন্টারে প্রায় ২২ জন ফুটবলার সই করেছিলেন। এবার এর মধ্যে বেশীরভাগই অন্য দলে সই করলেও কতজন প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
2022-06-01