নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): কংগ্রেস-ত্যাগ করার পর খুব বেশি দিন হয়নি, এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। মঙ্গলবার হার্দিক প্যাটেলের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী ২ জুন বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল। বিজেপি সূত্রেও জানা গিয়েছে, আগামী ২ জুন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর পটিলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল।
কিছু দিন আগেই কংগ্রেস ছাড়েন হার্দিক প্যাটেল, সেই দিন থেকেই গুজব চলছিল বিজেপিতে যোগ দিতে পারেন। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল। গুজরাট বিজেপির মুখপাত্র জগনেশ দাভে জানিয়েছেন, আগামী ২ জুন বিজেপিতে যোগ দেবেন হার্দিক প্যাটেল।