ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মে।। সেরা হলো ৭ নং শক্তি কেন্দ্র। ফাইনালে ৩-১ গোলে পরাজিত করলো ৮ নং শক্তি কেনদ্রকে। মন্ডল স্পোর্টস সেল-এর উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে। মাঠে ময়দানে যত বেশি খেলাধুলার আয়োজন হবে, যুব সম্প্রদায় ততবেশি এতে অংশ নেবার সুযোগ পাবে। যুব সমাজকে সঠিক দিশায় চালিত করার লক্ষ্যে মাঠে ময়দানে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর.কে.পুর মন্ডল সেল-এর উদ্যোগে সেখানকার শক্তিকেন্দ্র ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিলো শনিবার থেকে। সুজিত কুমার লোধ স্মৃতি ফাইভ-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে ১২টি শক্তি কেন্দ্র অংশ নিয়েছিলো। আসরের সেমিফাইনালে ৭ নং শক্তি কেন্দ্র ১-০ গোলে ৬ নং শক্তি কেন্দ্রকে এবং ৮ নং শক্তি কেন্দ্র ১-০ গোলে ৫ নং শক্তি কেন্দ্রকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো। সোমবার রাতে হয় খেতাব নির্ণায়ক ম্যাচ। তাতে ৭ নং শক্তি কেন্দ্র ৩-১ গোলে পরাজিত করে ৮ নং শক্তি কেন্দ্রকে। নৈশালোকে কয়েক হাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে কে বি আই মাঠে শূউরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে প্রথম থেকেই। প্রথমার্ধেই রতন দে-র ওগলে এগিয়ে যায় ৭নং শক্তি কেন্দ্র। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ান ৭ নং শক্তি কেন্দ্রে ফুটবলাররা। বিজয়ী দলের পক্ষে রতন সাহা দুটি এবং হৃদয় চন্দ একটি গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন রিমন সাহা। খেলা পরিচালনা করেন নন্দ কিশোর জমাতিয়া। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে যুব সমাজের মধ্যে।
2022-05-31