Modi Government: মোদী সরকারের ৮ বছর পূর্তি, ত্রিপুরায় বিজেপির অভিনন্দন র‍্যালি

আগরতলা, ৩১ মে (হি. স.) : মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে অভিনন্দন র‍্যালির আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে অভিনন্দন র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। র‍্যালিতে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদক টিঙ্কু রায়, কিশোর বর্মণ, সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

এদিন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, কিছুদিন ধরেই সমগ্র দেশ জুড়ে আনন্দের বাতাবরন পরিলক্ষিত হচ্ছে। ২০১৪ সালে মোদী সরকারের পথ চলা শুরু হয়েছিল। এই সরকারের ৮ বছর পূর্ণ হয়েছে। মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে অভিনন্দন র‍্যালির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, বিজেপির প্রধান লক্ষ্য সমাজের অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশ। গত ৮ বছর ধরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অন্তিম ব্যক্তির সার্বিক বিকাশে একাধিক প্রকল্প চালু করেছে। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানিয়ে এই র‍্যালি সংগঠিত করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *