নর্মদা, ৩০ মে (হি.স.) : গুজরাটের নর্মদা জেলায় একটি বাঁধের জলে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। মৃতদের মধ্যে একটি নাবালক ছেলে ও তার বাবা-মা এবং অন্য এক দম্পতি রয়েছে। নিহতরা হলেন জনক পারমার (৩৫), তাঁর স্ত্রী জিগিশা (৩২) এবং ছেলে প্রুথভিরাজ (৮), পাশাপাশি বীরপাল চৌহান (২৭) এবং তাঁর স্ত্রী খুশি (২৪)।
ঘটনাটি ঘটে, রবিবার রাতে মান্দান গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতরা সকলে ভারুচ জেলার বাসিন্দা। গরমের কারণে তারা স্নান করতে কার্জান বাঁধের জলে নেমেছিলেন। রবিবার রাতে একজনের দেহ উদ্ধার করা গেলেও সোমবার সকালে ফের অভিযান চাসিয়ে বাকি চারটি মৃতদেহ জল থেকে বের করা হয়েছে। পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজপিপলার একটি সরকারি হাসপাতালে পাঠিয়েছে।