BRAKING NEWS

কর্মচারী সমন্বয় কমিটির গণধর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রবিবার সিটি সেন্টারের সামনে তিন ঘন্টার গণধর্ণা সংঘটিত করেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কর্মকর্তারা৷ এদিন নিজেদের অধিকার রক্ষার জন্য সরব হয় কর্মচারীরা৷ এদিন সংগঠনের নেতা স্বপন বল জানান, বিজেপি সরকার সারাদেশে এন পি এস পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত হওয়ার পর পেনশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ ফলে অভাব-অনটনে পড়তে হবে সরকারি কর্মচারীদের৷ সরকারকে এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানান তিনি৷ শিক্ষক-কর্মচারীদের যাতে তাদের ন্যায্য অধিকার নিয়ে ময়দানে নামতে না পারে এবং আদালতের দ্বারস্থ হতে না পারে তার জন্য সরকার চুক্তিবদ্ধ ও অনিয়মিতকরণের দিকে এগোচ্ছে৷ যুগ যুগ ধরে সরকারি কর্মচারীরা যে অধিকার ভোগ করে আসছিল তা কেড়ে নিচ্ছে সরকার বলে দাবি করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *