ওয়াশিংটন, ২৮ মে (হি.স.): কোভিড-সংক্রমণ ফের দ্রুততার সঙ্গে বাড়ছে আমেরিকায়, মার্কিন মুলুকে করোনায় মৃত্যুর সংখ্যাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১০ লক্ষ ৩১ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৪৯ জন, নতুন করে ৯৮,২৪৯ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৮৫,৬৯৯,৮৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬৩ জনের। নতুন করে ২৬৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৩১ হাজার ২১৮ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৮১,৯৯৮,২২৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২৬,৭০,৪০৬-এ পৌঁছেছে।