BRAKING NEWS

পাইতুরবাজারে যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ শনিবার ঊনকোটি জেলার কৈলাশহর বিজেপি মন্ডল ও চন্ডিপুর মণ্ডলের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পাইতরবাজারস্থিত বি এম এস কার্যালয়ে৷ উনকোটি জেলা হাসপাতালের রক্ত স্বল্পতা দূর করতে যুব মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানান বুদ্ধিজীবিরা৷ আজ সকাল থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ৷ মহতী এই শিবিরে উপস্থিত ছিলেন উনোকটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর, উনোকোটি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুজিত সরকার, চন্ডিপুর মন্ডল যুব মোর্চার সভাপতি অমিয় দাস, কৈলাসহর মন্ডলের যুব মোর্চার সভাপতি পিন্টু ভৌমিক, জন প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলী মালাকার, পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবী৷ এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর এবং উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামল দাস, ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা এবং কৈলাশহর মন্ডল সভাপতি রণবীর ভট্টাচার্য প্রমুখ৷ আজকের এই শিবিরে মোট ৫০ জন যুব মোর্চার কর্মী স্বেচ্ছায় রক্ত দান করেন৷ কয়েকদিন থেকে কর্মসূচি নিয়ে প্রচার চলে৷ এই শিবির উপলক্ষ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়৷ সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ বলেন হাসপাতালে ব্লাড ব্যাংক এ রক্তের স্বল্পতা রয়েছে বলে তাদের কাছে খবর আসে৷ সেই খবরের পরিপ্রেক্ষিতেই ব্লাড ব্যাংক এ রক্তের মজুদ নিশ্চিত করার তাগিদে সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে তিনি জানান৷ আগামী দিনেও যুব মোর্চার উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *