BRAKING NEWS

চাকরীর দাবীতে আগরতলায় গণবস্থান টেট উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ২০২১ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বাড়িয়ে সকলকে এক সাথে নিয়োগ করা সহ দুই দফা দাবিতে শুক্রবার সিটি সেন্টারের সামনে গনবস্থান সংগঠিত করে অল টেট পাসড কেন্ডিডেটস গ্রুপ-২০২১৷  তাদের বক্তব্য রাজ্যের প্রাথমিক শিক্ষাস্তরে ছাত্রদের অনুপাতে শিক্ষক স্বল্পতা রয়েছে৷ এই অবস্থায় অনেকে বেসরকারি সুকলে চলে যাচ্ছে৷ রাজ্যের শিক্ষার গুনগত মান বজায় রাখতে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে শিক্ষক স্বল্পতা দূর করার দাবি জানায় টেট উত্তীর্ণরা৷ মন্ত্রীসভার কাছে আহ্বান জানান তাদের দাবি বিবেচনা করে সিদ্ধান্তের মাধ্যমে সকলকে এক সঙ্গে নিয়োগ করার জন্য৷ দুই ঘণ্টার জন্য এই গনবস্থান সংগঠিত করা হয়৷ এদিনের কখনো অবস্থান থেকে অবিলম্বে উত্তীর্ণদের নিয়োগ করার দাবি জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *