বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): অর্থ তছরুপ মামলায় কর্ণাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শিবকুমার ছাড়াও আরও কয়েকজনের নামে বৃহস্পতিবার চার্জশিট দাখিল করেছে ইডি। ডি কে শিবকুমার এই মুহূর্তে (আয়কর দফতর) আইটি বিভাগের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইডি-র দ্বারা নথিভুক্ত অর্থ তছরুপ মামলায় জামিনে রয়েছেন।
এদিকে, ইডি-র দায়ের করা চার্জশিটের প্রেক্ষিতে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, “আইনের ওপর আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে। আমি ন্যায়বিচার পাব বলেও আমি আশাবাদী। সবটাই রাজনৈতিক চক্রান্ত।” প্রসঙ্গত, দিল্লির একটি আদালতে এদিন অর্থ তছরুপের বিভিন্ন ধারায় শিবকুমার-সহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডি কে শিবকুমার, এ হাউমান্থাইয়া-সহ কয়েকজনের নামে মামলা করেছিল ইডি।

