Narendra Modi: আত্মনির্ভর ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর ভারত : প্রধানমন্ত্রী

হায়দরাবাদ, ২৬ মে (হি.স.): ”আত্মনির্ভর ভারত” এবং ”মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে একবিংশ শতাব্দীর ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আত্মনির্ভর ভারত” এবং ”মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্ন নিয়ে একবিংশ শতাব্দীর ভারত এগিয়ে চলেছে। আমাদের স্টার্টআপগুলি বিশ্বে একটি ছাপ রেখে যাচ্ছে। বর্তমানে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। ভারতের ১০০ তম ইউনিকর্ন সম্প্রতি নিবন্ধিত হয়েছে।”

বিজেপি কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আমি বিজেপির সমস্ত কর্মীদের বলতে চাই, আমরা কঠোর পরিশ্রম করব। তেলেঙ্গানার জনগণের সেবায় কোনও খামতি রাখব না আমরা। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বিজেপির প্রতিটি কর্মী এমনই উৎসাহের সঙ্গে ভবিষ্যতেও কাজ করবেন।”
হায়দরাবাদ থেকে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বিজেপি বিগত ৮ বছর ধরে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা পুনরায় একবার বিশ্বের মধ্যে সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতিতে উন্নীত হয়েছি। আমাদের এই গ্রোথ স্টোরিতে সবথেকে বড় ভূমিকা প্রযুক্তির। আর প্রযুক্তির নেতৃত্ব করছে আমাদের যুব শক্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *