Chief Minister : মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে পদ্মশ্রী থাঙ্গা দার্লং

আগরতলা, ২৩ মে : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে বিখ্যাত লোকসংগীত শিল্পী পদ্মশ্রী থাঙ্গা দার্লং এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে সৌজন্যমূলক এই সাক্ষাতকারের সময় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে তিনি পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী শিল্পীর শিল্পকর্ম এবং শারিরিক অবস্থার খোঁজ খবর নেন।

তাছাড়াও এদিন সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পদ্মশ্রী প্রাপক ত্রিপুরার জিমন্যাস্ট তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দীপা কর্মকার, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং এর কন্যা নন্দীতা সিং এবং রাজ্য বিধানসভার কর্মীবৃন্দ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকারের সময় প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে হাতে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।