বারাণসী, ২৩ মে (হি.স.) : বারাণসীর ভেলুপুর থানার অন্তর্গত প্রভুঘাটে সোমবার ছয়জন যাত্রীকে নিয়ে একটি নৌকাটি উল্টে যায়। নাবিকরা দুজনকে নিরাপদে তুলে আনতে পারেন। পরে তিনটি মৃতদেহ উদ্ধার করা হলেও একজন নিখোঁজ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
জানা গিয়েছে, একটি নৌকায় ছয়জনকে নিয়ে গঙ্গায় পাড়ি দিচ্ছিলেন স্থানীয় মাঝি এক মাঝি। নৌকাটি প্রভু ঘাটের কাছে পৌঁছানো মাত্রই হঠাৎ নৌকাটি উল্টে যায়। তা দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় নাবিকরা কোনোমতে নৌকায় থাকা দুই যুবককে রক্ষা করেন। কিন্তু গভীর জলে ডুবে মারা গেছেন তিনজন। তাদের দেহ উদ্ধার করা গেলেও নিখোঁজ যুবকদের খোঁজে একটি বিশেষ নৌকা নিয়ে গঙ্গায় নামে ১১তম ব্যাটালিয়নের ডুবুরি ও জলপুলিশ।