BRAKING NEWS

ঘরোয়া ফুটবলের দলবদল পর্ব, প্রথমদিনে ঘর গুছালো ফ্রে:‌ইউনিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। প্রথম দিনই অনেকটা ঘর গুছিয়ে নিলো ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। সই করালো ৭ জন ফুটবলারকে। এবছর ফুটবল মরশুমের লক্ষ্যে ঘর গুছিয়ে নিতে শুরু করে দিলো বিভিন্ন ক্লাব। শনিবার থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস বাড়িতে শুরু হয়ে গেল ঘরোয়া ফুটবলের দলবদল পর্ব। প্রথম দিনে দলবদল করলো  ব্লাডমাউথ থেকে নাকাথন জমাতিয়া, রেনু কুমার জমাতিয়া, বীরেন্দ্র ক্লাব থেকে বিদ্যাচরন জমাতিয়া, জনি জমাতিয়া মরশুমে ফ্রেন্ডস ইউনিয়নে খেলার জন্য সই করেন। এছাড়া, ফ্রেন্ডস ইউনিয়নে থেকে গেলেন জয় কুমার জমাতিয়া, রিংহর জমাতিয়া, বিশাল জমাতিয়া। জানা গেছে, এগিয়ে চলো থেকেও ফুটবলার ছিনিয়ে নিয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন। এই দলবদল পর্ব চলবে ৩০মে পর্যন্ত। সই প্রত্যাহার করা যাবে ৩১ মে পর্যন্ত। শহরের অন্যতম বড় বড় ফুটবল ক্লাব গুলো শুরুর দিনে অংশগ্রহণ করে নি দলবদল পর্বে।  প্রথমদিন অংশ না নিলেও প্রথম ডিভিশনের প্রায় প্রতিটি ক্লাবই স্থানীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে। আগামী দু-‌একদিনের মধ্যেই দলবদলে অংশ নেবে ক্লাবগুলো। এবার এগিয়ে চলো সঙ্ঘ, ফরোয়ার্ড ক্লাবের পাশাপাশি প্রথম ডিভিশনের দল লালবাহাদুর ব্যায়মাগার, জুয়েলস অ্যাসোসিয়েশন এবং রামকৃষ্ণ ক্লাব ভালো দল গড়তে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *