Amit Shah: আগামীকাল দু’দিনের অরুণাচল সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : আগামীকাল শনিবার থেকে দুদিনের সফরে অরুণাচল প্রদেশে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্ব রাজ্যে ২১ মে থেকে ২২ মে পর্যন্ত দুদিনের সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেবেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবি) এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) এর কর্মীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সীমান্ত রক্ষা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকাল ১১.৪০ টায় রাজ্যে তার প্রথম সফরে অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় ‘স্বর্ণ জয়ন্তী সমারোহ’-তে যোগ দেবেন বলে কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে দুপুর ২.৪৫ মিনিটেলোহিত জেলার পরশুরাম কুণ্ড পরিদর্শন করবেন।

দ্বিতীয় দিনে তিনি অরুণাচল প্রদেশের নামসাই শহরে সকাল সাড়ে ৯ টায় সামাজিক সংগঠনগুলির সঙ্গে দেখা করবেন এবং পরে এলাকার গোল্ডেন প্যাগোডা মন্দিরে প্রার্থনা করবেন। পরে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন এবং রবিবার সকাল ১১টায় নামসাই এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *