হায়দরাবাদ, ১৯ মে (হি.স.) : তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) বিধান পরিষদের সদস্য পাল্লে রাজেশ্বর রেড্ডি কৃষকদের আত্মহত্যার বিবৃতিতে রাজ্য কংগ্রেসের সভাপতি রেভান্থ রেড্ডির নিন্দা করেন।
এদিন সাংবাদিক সম্মেলনে টিআরএস নেতা বলেন, “রাজ্য কংগ্রেসের সভাপতি রেভান্থ এর আগে বলেন যে, ৮ হাজার কৃষক আত্মহত্যায় মারা গেছেন, যা মিথ্যা। তিনি আত্মহত্যা এবং মৃত্যুর মধ্যে পার্থক্য জানেন না।” তিনি আরও ব্যাখ্যা করে বলেন, যেহেতু স্কিম (রাইথু বিমা) পাস করা হয়েছিল যখন কোনও কৃষক বিভিন্ন কারণে মারা যান, তাই সরকার এই প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা দেয়।
কংগ্রেস সভাপতি রেভান্থকে আক্রমণ করে রাজেশ্বর জিজ্ঞাসা করেন, কংগ্রেস শাসিত রাজ্যে কোনও কৃষক সুবিধা পান কিনা। টিআরএস নেতা আরও বলেন, দেশের মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে না, বিশেষ করে তেলেঙ্গানার মানুষ।