শ্রীনগর, ১৯ মে (হি.স.) : উপত্যকায় নিরাপত্তা বাড়াতে মোতায়েন করা হচ্ছে সেনা বাহিনী। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার উপত্যকায় সাম্প্রতিক সংখ্যালঘু সদস্যের হত্যার পরিপ্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় অতিরিক্ত ১৫ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, এই সেনাবাহিনী আসন্ন অমরনাথ যাত্রার জন্য মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে বদগাম জেলায় কেপি কর্মচারী রাহুল ভাটকে হত্যার পরিপ্রেক্ষিতে উপত্যকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে সক্রিয়ভাবে সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনা করার নির্দেশ দেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য আন্তঃসীমান্ত অনুপ্রবেশ নিশ্চিত করেন।