BRAKING NEWS

Taliban : মহিলা সংবাদ পাঠিকা-উপস্থাপিকাদের মুখ ঢেকে অনুষ্ঠান সঞ্চালনার ফতোয়া তালিবান সরকারের

কাবুল, ১৯ মে (হি. স.) : এখন থেকে টিভিতে খবর পড়ার সময়ে কিংবা অনুষ্ঠান সঞ্চালনা করার ক্ষেত্রে মহিলা সংবাদ পাঠিকা-উপস্থাপিকাদের মুখ ঢেকে রাখতে হবে। বৃহস্পতিবার এই নতুন নির্দেশিকা জারি করেছে তালিবান সরকার।

এদিন নির্দেশিকায় তালিবান সরাকারের পক্ষ থেকে বলা হয়েছে, পর্দার উল্টোদিকে থাকা পুরুষরা যাতে মুখ না দেখতে পারেন তার জন্যই এই নয়া ফতোয়া। ইতিমধ্যেই তালিবান সরকারের নয়া তুঘলকি ফরমান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রসঙ্গত, গত ৭ মে দেশের সব মহিলাদের প্রকাশ্যস্থানে আসার ক্ষেত্রে বোরখা পড়ার নির্দেশিকা জারি করেছিল তালিবান ধর্ম প্রচার মন্ত্রণালয়। তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল, মহিলাদের প্রকাশ্যস্থানে আসার সময়ে অবশ্যই পা থেকে মাথা পর্যন্ত ঢাকা দেওয়া চাদোরি অর্থা‍ৎ বোরখা পড়তে হবে। পাশাপাশি ওই নির্দেশিকায় হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, যদি কোনও আফগান মহিলা বোরখা ছাড়া প্রকাশ্যে আসেন তাহলে সংশ্লিষ্ট মহিলার বাবা, স্বামী কিংবা অন্য পুরুষ আত্মীয়দের গ্রেফতার করা হবে। মঙ্গলবারই নতুন এক নির্দেশিকায় দেশে জাতিসঙ্ঘের দফতরে কর্মরত মহিলাদের বোরখা পড়ার নির্দেশ দিয়েছিল তালিবান সরকার। আর এবার টিভি চ্যানেলগুলিতে কর্মরত মহিলাদের মুখ ঢাকার ফতোয়া জারি হল। একের পর এক নির্দেশিকা জারি করে মূলত আফগান নারীদের ফের পর্দার আড়ালে রাখার চেষ্টা চালানো হচ্ছে বলেই মনে করছেন মানবাধিকার কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *