নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। উভয়ের মধ্যে জাতীয় সুরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা পরিষেবা উন্নত করতে প্রযুক্তি পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনা হয়ে থাকতে পারে ভাকরা বিয়াস ব্যবস্থাপনা পর্ষদ ও কৃষকদের বিক্ষোভ নিয়েও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজেই জানিয়েছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমি দেখা করেছি এবং সীমান্ত ব্যবস্থাপনা পরিষেবাগুলিকে উন্নত করার জন্য জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি পরিকাঠামোর সমস্যা-সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছি। কেন্দ্রের দ্বারা সুরক্ষা বাহিনীর আরও ১০টি কোম্পানি সরবরাহ করা হবে।”
ভগবন্ত মান আরও বলেছেন, “আমরা অ্যান্টি-ড্রোন প্রযুক্তির জন্য অনুরোধ করেছি। তিনি আশ্বস্ত করেছেন, দেশের সুরক্ষার বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব। বাসমতী শস্য এবং ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডে পঞ্জাব কোটা ইস্যু-সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছিল।