নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আদালত চত্বর থেকে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক চোর৷ বুধবার অফিস লেন এলাকা থেকে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল রাকেশ মজুমদার নামে ৩৫ বছরের এক যুবক৷ জানা যায় রাকেশ মজুমদার নামে কুখ্যাত বাইক চোর আদালত চত্বর থেকে একটি বাইক নিয়ে পালানোর সময় স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে৷ চোরকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
জানা যায় আটক চোরের বিরুদ্ধে বেশ কয়েকটি থানার চুরির মামলা ও রয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য আগরতলা শহর শহরতলীর সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ এসব বাইক চুরি করে সীমান্তপথে বাংলাদেশে পাচার করা হচ্ছে৷