কলম্বো, ১৭ মে (হি.স.): সঙ্কট চরমে পৌঁছেছে শ্রীলঙ্কায়! মজুত পেট্রল শেষ-শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের এই মন্তব্যের পরই শ্রীলঙ্কার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেল ‘পেট্রোল নেই’ পোস্টার। এর ফলে জনমানসে ক্ষোভ আরও বেড়েছে। সোমবার নিজের ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে জ্বালানি তেলের মজুত শেষ। যেটুকু আছে তাতে আর মাত্র একদিন চলবে। তিনি দেশবাসীর উদ্দেশে বার্তাতে আরও বলেন, আগামী দিনে সঙ্কট আরও তীব্র হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে।
এরপর মঙ্গলবারই কলম্বো-সহ শ্রীলঙ্কার বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেল ‘পেট্রোল নেই’ পোস্টার। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকে পেট্রোল পাননি, এক কিলোমিটারের বেশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোলের জন্য অপেক্ষা করতে হয়েছে শ্রীলঙ্কার জনগণকে। চরম এই সঙ্কটের মধ্যে শ্রীলঙ্কার জনগণের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।