BRAKING NEWS

Arrested : গকুলনগরে বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বিশালগড়ের গোকুলনগর রাস্তারমাথা এলাকায় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছেন স্থানীয় অটো চালকরা৷ আটক বাংলাদেশী নাগরিকের নাম মোঃ আবু৷ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বাংলাদেশি নাগরিক গোকুলনগর রাস্তারমাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল৷ বিষয়টি স্থানীয় অটো চালকদের নজরে আসে৷ তখনই তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালান৷ জিজ্ঞাসাবাদ করলে আটক ওই ব্যক্তি অসংলগ্ণ কথাবার্তা বলতে থাকে৷ তাতে অটোচালক এবং স্থানীয় মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পড়ে ওই ব্যক্তি স্বীকার করে সে বাংলাদেশী নাগরিক৷ সীমান্ত ডিঙিয়ে সে এখানে এসেছে৷

বাংলাদেশী নাগরিক ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা বিশালগড় থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ অটো শ্রমিকসহ স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন সীমান্তে নজরদারির অভাবে বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রতিনিয়ত অনুপ্রবেশ করে চলেছে৷

এ ধরনের অনুপ্রবেশের ফলে রাজ্যের অভন্ত্যরে নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন৷ বাংলাদেশ সাধারণ নাগরিকদের পাশাপাশি বিএসএফের নজরদারির অভাবে গরুচোর পাচারকারীসহ অন্যান্যরাও বেপরোয়াভাবে সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে৷ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ প্রতিনিয়তই সীমান্ত গ্রামগুলিতে গরু চুরির ঘটনা ঘটে চলেছে৷

এসব চুরির ঘটনায় বাংলাদেশ চোরেরা জড়িত বলেও অভিযোগ৷ বিএসএফ সীমান্তে কড়া নজরদারি বজায় রাখলে এ ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব হবে বলে গ্রামবাসীরা দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *