গম রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের, বিশ্বব্যাপী বেড়েছে এই শস্যের দাম

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): গম রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপের জেরে আন্তর্জাতিক বাজারে অন্যতম প্রধান এই খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমেরিকার শিকাগো শহরে গমের বেঞ্চমার্ক ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। তীব্র দাবদাহের কারণে গমের উৎপাদন ব্যাহত ও দাম রেকর্ড বেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে এই শস্যের রফতানি নিষিদ্ধ করেছে ভারত। বিশ্ব পণ্য বাজারে গমের দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি পাউরুটি থেকে শুরু করে কেক, নুডলস, পাস্তা-সহ প্রায় সবকিছুর দাম বেড়েছে।

ভারত সরকার জানিয়েছেন, রফতানির জন্য এরই মধ্যে যেসব ঋণপত্র ইস্যু হয়েছে এবং যে সব দেশ তাদের খাদ্য নিরাপত্তার চাহিদা পূরণে সরবরাহের অনুরোধ করেছে, সে সমস্ত দেশে গম রফতানির অনুমতি দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা স্থায়ী নয়। বিশ্বের সাতটি বৃহত্তম ‌‌‘উন্নত’ অর্থনীতির দেশের জোট জি৭। বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অন্যতম নিয়ন্ত্রক এই জোট। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা এই জোটের সদস্য। ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্তে জি-৭ নিন্দা জানিয়েছে। প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলেও, কখনই বিশ্ববাজারে এই শস্যের প্রধান রফতানিকারক ছিল না। কারণ ভারতে উৎপাদিত বেশিরভাগ গম অভ্যন্তরীণ বাজারেই বিক্রি হয়ে যায়।