Chachubazar Primary Health Center : রোগীদের পরিষেবা দিতে গিয়ে একা চিকিৎসক নিজেই অসুস্থ হয় পড়লেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন মাত্র চিকিৎসক পাঁচ দিন ধরে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন৷ হাসপাতালে ৫ জন চিকিৎসক কর্মরত থাকা সত্ত্বেও কেন একজন মাত্র চিকিৎসককে টানা পাঁচ দিন ধরে পরিষেবা দিতে হচ্ছে তা নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ স্বাস্থ্য দপ্তরে কর্মসংসৃকতি কোথায় গিয়ে ঠেকেছে তা নিয়েও নানা মহল থেকে নানা প্রশ্ণ তোলা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা যায়, এক টানা পাঁচদিন একা রোগীদের চিকিৎসা পরিসেবা দিয়ে অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসক৷ ঘটনা হেজামারা ব্লকের অন্তর্গত চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ জানা গেছে, চিকিৎসক মৌসুমী দেববর্মা বিগত পাঁচ দিন যাবত অন্যান্য চিকিৎসক না থাকার কারণে ওপিডি থেকে শুরু করে সমস্ত রোগীদের একাই ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছিলেন৷ মোহনপুর মহকুমার চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি বৃহৎ অংশের মানুষদের স্বাস্য পুরস্কার প্রদান করে থাকে৷ কাগজে-কলমে হাসপাতালে আরো চিকিৎসক রয়েছেন৷ কিন্তু কোন এক কারণে বিগত পাঁচ দিন যাবত মাত্র একজন চিকিৎসক রয়েছেন এই হাসপাতালে৷ চিকিৎসক মৌসুমী দেববর্মা পাঁচ দিন যাবত ২৪ ঘন্টা রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন৷ বহির্বিভাগ থেকে অন্তর্বিভাগ সমস্ত রোগীদের পরিসেবা দিচ্ছিল তিনি৷

প্রশ্ণ উঠছে দপ্তর কিভাবে একজন চিকিৎসককে একটানা ৫ দিন ডিউটি করার জন্য নির্দেশ দেয়৷ যেখানে একজন মানুষের আট ঘন্টা কাজ করার কথা সেখানে একজন চিকিৎসক হিসেবে গত পাঁচ দিন যাবত এক ২৪ ঘন্টা কাজ করে চলেছেন৷  প্রশ্ণ উঠছে সঠিক চিকিৎসা ব্যবস্থাকে নিয়েও৷ যদিও এই ধকল সইতে না পেরে নিজেই অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসক৷এলাকাবাসীর দাবি এলাকার চিকিৎসা পরিষেবাকে নিয়ে এ ধরনের খামখেয়ালী থেকে বিরত থাকুন দপ্তর৷ অবিলম্বে চাচু বাজার স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন৷ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মী নিয়োগের জন্য দাবি জানানো হয়েছে৷