BRAKING NEWS

আন্তর্জাতীক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে এনএসএস-এর বিশেষ আনুষ্ঠান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। আন্তর্জাতীক যোগা দিবস-২০২২ উদযাপনের অঙ্গ হিসেবে এবং আজাদী কা অমৃত মহোৎসব-এর অন্তর্গত কাউন্ট ডাউন (কার্টেন রেজার) পর্বের সূচনালগ্নে ত্রিপুরা রাজ্য এনএসএস সেলের উদ্যোগে আগরতলা নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনাচক্র ও যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব ও অলিম্পিয়ান ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বিপ্লব কুমার দত্ত। পৌরোহিত্য করেন দপ্তরের উপ-অধিকর্তা বনজিৎ বাগচী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন অনুষ্ঠানের আয়োজক তথা ত্রিপুরা রাজ্য এনএসএস আধিকারিক ড. চিত্রজিৎ ভৌমিক। অতিথিরা প্রত্যেকে আয়োজকদের ভূয়ষী প্রশংসা করে বক্তৃতা রাখেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এনএসএস স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের প্রদর্শিত হয় প্রার্থনা ও যোগা। যোগা পর্বের পরিচালনায় ছিলেন অমল ভট্টাচার্য্য, মলয় লস্কর, সুমন বনিক ঝ সুকান্ত সরকার। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক এনএসএস স্বেচ্ছাসেবী, যোগা প্রশিক্ষণার্থী, অভিভাবক, অভিভাবিকা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিলোনিয়াতেও আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে মহাবিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *