Encounter: অন্ধকারের সুযোগে পালাল সন্ত্রাসীরা, বিজবেহারায় এনকাউন্টার সমাপ্ত

শ্রীনগর, ১২ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিজবেহারায় এনকাউন্টার চলাকালীন, রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবার সকালে এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর বুধবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারার মারহামা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী।

চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। কিন্তু, রাতের অন্ধকারের সুযোগে জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। রাতের দিকে ওই এলাকায় গুলির কোনও শব্দও শোনা যায়নি। এরপর গভীর রাতে এনকাউন্টার সমাপ্ত ঘোষণা করা হয় বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে পুলিশ। মোট কতজন জঙ্গি লুকিয়ে ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।