ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। অনুদান পেলো রাজ্য দাবা সংস্থা (টি সি এ)। ১৫ হাজার টাকা। রাজ্য ক্রীড়া পর্ষদ থেকে। ওই টাকা জাতীয় আসরের জন্য রাজ্য থেকে নির্বাচিত দাবাড়ুদের দেওয়া হবে। এনিয়ে রাজ্য দাবা সংস্থার সচিব দীপ সাহা বলেন,”রাজ্য থেকে নির্বাচিত যে সকল দাবাড়ু জাতীয় আসরে অংশ নিয়েছে তাদের এন্ট্রি ফির টাকা আমরা ফিরিয়ে দেবো। তাই জাতীয় আসরে অংশ নেওয়া রাজ্য থেকে নির্বাচিত দাবাড়ু রয়েছে তারা অতিসত্তর সংস্থার কোষাধ্যক্ষ মিঠু দেবনাথের সঙ্গে যোগাযোগ করতে হবে”। প্রসঙ্গত: প্রতি বিভাগে প্রথম দুই দাবাড়ু জাতীয় আসরের জন্য রাজ্য থেকে নির্বাচিত হয়েছিলো। এছাড়া রেজিস্ট্রেশন করার জন্য প্রতিটি জেলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানালেন সচিব।
2022-05-12