নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ তেলিয়ামুড়া থানার গামাই বাড়ি বৈশ্য টিলায় এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম বিশ্বজিৎ চৌধুরী৷ বাড়ির কিছু দূরে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ বুধবার সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ জানা যায় অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণ কারীরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ঐ গাছের মধ্যে ঝুলন্ত দেহটি দেখতে পান৷ ঝুলন্ত দেহ টি দেখতে পেয়ে প্রাতঃভ্রমণকারীরা তার বাড়িতে খবর দেন৷ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷
স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বজিৎ চৌধুরী নামে ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল৷ ঋণের টাকা ফেরত দিতে না পেরে শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷