নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর একটি ব্যাংকের শাখায় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মানিব্যাগ নিয়ে গেছে পকেটমার৷ জানা যায় মানিক মিয়া নামে ওই ব্যক্তি ব্যাংকে আধার কার্ড আপডেট করার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন৷ তার পকেটের মধ্যে মানিব্যাগ ছিল৷
লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি হঠাৎ টের পান তার পকেট থেকে কে বা কারা মানি ব্যাগটি নিয়ে গেছে৷ হঠাৎ লক্ষ্য করেন তার পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার মানি ব্যাগটি নিয়ে গেছে৷ সঙ্গে সঙ্গে তিনি তার মানিব্যাগ ফেরত দেওয়ার জন্য বললে ওই ব্যক্তি মানিব্যাগ ফেরত দিতে অস্বীকার করে৷ এমনকি এই মানি ব্যাগটি তার নিজের বলে দাবী করে৷ বিষয়টি নিয়ে বাক-বিতণ হয়৷ মানিব্যাগ ফেরত না দেওয়া শেষ পর্যন্ত মানিক মিয়া নামে ওই ব্যক্তি কৈলাশহর থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷