Attack : অধ্যাপককে পেটালেন পরীক্ষা নিয়ামক, থানায় মামলা

আগরতলা, ১০ মে : অধ্যাপককে পেটালেন পরীক্ষা নিয়ামক।  ওই ঘটনায় সম্পূর্ন শিক্ষা প্রতিষ্ঠানে থমথমে ভাব বিরাজ করছে। কুমারীটিলাস্থিত ফার্মাসিস্ট ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক অরিন্দম দাসকে পরীক্ষা চলাকালীন সময়ে প্রকাশ্যে মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করেন পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাস। এমনই অভিযোগ উঠেছে। মারধরে সহকারি অধ্যাপক অনেকটাই শরীরে ভীষণ আঘাত পেয়েছেন। শরীরে  আঘাতের দাগ স্পষ্ট।

অধ্যাপক অরিন্দম দাস জানান, পরীক্ষা শুরু হওয়ার সময় পেরিয়ে গেলেও প্রশ্নপত্র না পাওয়াতে পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাসের কাছে প্রশ্নপত্র চাইলে খুবই খারাপভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ঠিক তার পরেই তাঁকে মাটিতে ফেলে মারধর করতে থাকেন, অরিন্দম বাবু অভিযোগ করেন। ঘটনাটি তিনি জিবি ফাঁড়ির পুলিশকে জানিয়েছেন। তিনি জানান, ইতিপূর্বেও একজন এসোসিয়েট প্রফেসারকেও মারধর করেছিলেন পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাস। এছাড়াও ছাত্রছাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ওই শিক্ষক, এমনই দাবি করেন তিনি।