আগরতলা, ৯ মে : সোমবার ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ৫৩তম প্রতিষ্ঠা দিবস আগরতলা কোর্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
এদিন সংগঠনের সম্পাদক প্রদীপ দেব জানান, ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মূলত এসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে সংঘবদ্ধ করার জন্যই এদিনের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বলে জানান তিনি।
তিনি বলেন, কাজ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া রয়েছে অ্যাসোসিয়েশনের। এদিনের এই প্রতিষ্ঠা দিবস থেকে বেশকিছু দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে।
এসোসিয়েশনের সম্পাদক বলেন, ত্রিপুরা ল ক্লার্ক এসোসিয়েশনের সদস্যদের ন্যূনতম ১৫ হাজার টাকা করে মাসিক বেতন ভাতা দিতে হবে। অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে কারোও মৃত্যু হলে তার পরিবারের পাশে সরকারকে দাড়াতে হবে। এছাড়াও এসোসিয়েশনের সদস্যদের বসার কোন জায়গা নেই আদালত চত্বরে। ফলে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই তাদের জন্য একটি স্থায়ী বসার জায়গা করে দিতে হবে।সাথে তিনি যোগ করেন, বিগত চার বছরে তেমন কোনো সাহায্য পায়নি তাঁরা। তাই এই দাবিগুলো পূরণের জন্য রাজ্য সরকারের প্রতি কাতর আবেদন জানান সংগঠনের সদস্যরা।

