BRAKING NEWS

Death : ওডিশার চিল্কা হ্রদে নৌকাডুবিতে মৃত্যু এক ব্যক্তির, প্রাণে বাঁচলেন ১১ জন

ভুবনেশ্বরম, ৬ মে (হি.স.): ওড়িশার চিল্কা হ্রদে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হল একজনের। ইতিমধ্যেই ১১ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের খুরদা জেলার চিল্কা হ্রদে। পর্যটক ও অন্য যাত্রী-সহ মোট ১২ জনকে নিয়ে কালীজাই মন্দির থেকে বালুগাঁওতে ফিরছিল একটি নৌকা। সেই সময়ই শুরু হয় প্রবল ঝড়। তার ফলে যাত্রী সমেত নৌকাটি উল্টে যায়। নদীর পাড় থেকে ১৫ কিলোমিটার দূরে ছিল ওই নৌকাটি। তাতে ছিলেন বালেশ্বরের ৯ জন পর্যটক এবং কালীজাই মন্দির এলাকার ব্যবসায়ী রাজকিশোর খুন্তিয়া। এছাড়াও ছিলেন নৌকার দু’জন মাঝি। সকলেই লাইফজ্যাকেট পরে ছিলেন বলে দাবি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল এবং পুলিশ অকুস্থলে পৌঁছয়। ততক্ষণে অবশ্য সকলেই নদীর পাড়ে উঠে এসেছেন।

কিন্তু অদ্ভূতভাবেই রাজকিশোরবাবুকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শুক্রবার দুপুর ১টা নাগাদ চিল্কা হ্রদের বাঁধের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ব্যবসায়িক কারণে প্রায়ই তিনি ওই এলাকায় নৌকায় যাতায়াত করতেন। তবে লাইফ জ্যাকেট পরার পরও কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে, কয়েকজন যাত্রীকে বালুগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সকলেরই অবস্থা স্থিতিশীল বলে দাবি করেছেন কর্তব্যরত চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *